২০২৪ এর আসন্ন হাইলি অ্যান্টিসিপেটেড “কোনোসুবা: গড’স ব্লেসিং অন দিস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড” অ্যানিমের তৃতীয় সিজনের প্রথম ট্রেইলার রিলিজ করা হয়েছে। একইসাথে সিরিজটির অফিসিয়াল টুইটারেও আসে অ্যানাউন্সমেন্ট।
আগামী বছরের এপ্রিলে ব্রডকাস্ট হতে যাচ্ছে নতুন সিজন, সিরিজটি অফিসিয়ালি স্ট্রিমিং হবে Crunchyroll এ। সিরিজটির মেইন ভয়েস কাস্ট থাকছে না কোনো পরিবর্তন। তবে নতুন সিরিজটি অ্যানিমেশনের দায়িত্বে প্রথমবারের মতো থাকছে স্টুডিও ড্রাইভ। কোনোসুবা সিরিজের স্পিন-অফ অ্যানিমে “কোনোসুবা: অ্যান এক্সপ্লোশন অন দিস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড” সিরিজের অ্যানিমেশনে কাজ করেছিলো স্টুডিও ড্রাইভ, তবে মেইন সিরিজের অ্যানিমেশনে এবারই প্রথম।
সুত্র: টুইটার (বর্তমান এক্স), ক্রাঞ্চিরোল