২৮ সেপ্টেম্বর, ২০২৪ এ প্রিমিয়ারের হতে চলেছে বহুল প্রতিক্ষিত উজুমাকি অ্যানিমে। অ্যানিমের প্রথম ফুল ট্রেইলার প্রকাশিত হয়েছে। এই অ্যানিমেটি Adult Swim-এ প্রিমিয়ার হবে এবং একদিন পর Max-এ স্ট্রিম করা যাবে।
অ্যানিমেটি প্রোডাকশনে থাকছে প্রোডাকশন আই.জি (USA) এবং অ্যাডাল্ট সুইম এর উইলিয়ামস স্ট্রিট। তবে এর অ্যানিমেশনের কাজ করবে স্টুডিও ড্রাইভ (Drive)। অ্যানিমেটির ডিরেক্টর হিসাবে থাকছে হিরোশি নাগাহামা এবং মিউজিক কম্পোজের কাজ করবে কলিন স্টেটসন।
অ্যানিমেটি ২০২২ সালের অক্টোবরে প্রকাশিত হওয়ার কথা থাকলেও এর কোয়ালিটি ইমপ্রুভের জন্য তা পেছানো হয়।
জনজির লেখা এই মাঙ্গাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৯৮ সালে। এটির ১৯টি চ্যাপ্টার ও ৩টি ভলিউম আছে।