বহু জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ফাইনালি রিলিজ হতে যাচ্ছে জুনজি ইতো’র হরর মাঙ্গা উজুমাকি’র অ্যানিমে অ্যাডাপ্টেশন। ২০১৯ এ Crunchyroll এক্সপোতে অ্যানাউন্সমেন্টের দীর্ঘ পাঁচ বছর পর অ্যাডাল্ট সুইম পাবলিশ করেছে আপকামিং এই অ্যানিমের ট্রেইলার।
অ্যানাউন্সমেন্টের পর একাধিকবার পিছিয়ে যায় উজুমাকির অ্যানিমে প্রজেক্ট। চলতি সেপ্টেম্বরের ২৮ তারিখে অ্যাডাল্ট সুইমে রিলিজ হবে জুনজি ইতো’র মাস্টারপিস উজুমাকি। পরের দিনই স্ট্রিমিং হবে Max প্লাটফর্মে।
জুনজি ইতো’র সবচেয়ে বিখ্যাত ও ক্রিটিকাল অ্যাক্লেইমড মাঙ্গা হলো উজুমাকি। উজুমাকির প্লটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিরিয়ে গোশিমা ও শুইচি সাইতো নামক দুটি চরিত্র। তাদের ছোট শহরটি অভিশপ্ত “স্পাইরাল” নামক সুপারন্যাচারাল এক ফেনোমেনোনের কারণে।
অ্যানিমের ট্রেইলারে প্রানবন্ত অ্যানিমেশন ও মনোক্রোম কালারের ব্যবহার ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। সিরিজটির এপিসোড হবে ৪ টি যেখানে মাঙ্গার চারটি আর্ক, “দ্য স্পাইরাল অবসেশন”, “দ্য স্নেইলস”, “দ্য মসকিটোস”, এবং “দ্য স্কার” অ্যাডাপ্ট করা হবে। সিরিজটি নির্মিত হবে 2D ও CGI এর কম্বিনেশনে। সিরিজটির অ্যানিমেশন করবে স্টুডিও ড্রাইভ এবং স্টুডিও আকাতসুকি। জুনজি ইতো’র বেশকিছু কাজের অ্যানিমে অ্যাডাপ্টেশন আসলেও সেগুলো অ্যাডাপ্টেশন হিসেবে পজিটিভ অ্যাক্লেইমেশন পায়নি। জুনজি ইতো’র উজুমাকি নিয়ে ফ্যানরা বেশ আশাবাদী। কোভিড-১৯ এর পর একাধিকবার পিছিয়ে যায় প্রোডাকশন। অরিজিনালি ২০২০ এ টুনামিতে রিলিজ হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় প্রোডাকশন। এরপর ২০২১ ও ২০২২ এ আবারো পিছিয়ে যায় সিরিজটির প্রোডাকশন।
জুনজি ইতো’র আর্টওয়ার্ক মাঙ্গা ইন্ডাস্ট্রির সবচেয়ে ইউনিক আর্টস্টাইলগুলোর একটি যার ফলে তার মাঙ্গার অ্যানিমে অ্যাডাপ্টেশনও বেশ চ্যালেঞ্জিং৷ উজুমাকি নিয়ে তাই ফ্যান ও ক্রিটিকদের উৎসাহ ব্যাপক। বহুল প্রত্যাশিত উজুমাকি হতে পারে জুনজি ইতো’র প্রথম সফল অ্যাডাপ্টেশন।
সুত্র: ANN