১২ মে, ২০২৪-এ প্রকাশিত হতে যাচ্ছে ডেমন স্লেয়ার সিজন ৪। গত ৯ই মার্চ প্রকাশিত নতুন ট্রেলারের মাধ্যমে এমনটাই নিশ্চিত করা হয়েছে।
অ্যানিপ্লেক্স গত ৯ই মার্চ, ২০২৪-এ “ডেমন স্লেয়ার টিভি – হাশিরা ট্রেনিং আর্ক নিউ ইনফরমেশন অ্যানাউন্সমেন্ট স্পেশাল” শীর্ষক এক বিশেষ ডেমন স্লেয়ার ইভেন্ট আয়োজন করে। সেখানে ডেমন স্লেয়ারের ভয়েস অ্যাক্টরাও উপস্থিত ছিলেন।
ডেমন স্লেয়ার সিজন ৪ এর প্রথম পর্বটি এক ঘন্টার বিশেষ পর্ব থাকবে৷ নতুন সিজনটি অরিজিনাল মাঙ্গার “হাশিরা ট্রেনিং” আর্কের অ্যাডাপ্টেশন হবে। স্টুডিও ইউফোটেবলের নতুন ডেমন স্লেয়ার সিজন ৪ এর ট্রেলার এর পাশাপাশি নতুন কী ভিজ্যুয়ালও প্রকাশ করেছে।
তথ্যসুত্র: Aniplex