গতকাল ১০ই মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯৬ তম আসর। এবার বেস্ট অ্যানিমেটেড ফিল্ম ক্যাটাগরিতে নমিনেটশন পায় “স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স”, “এলিমেন্টাল”, “দ্য বয় অ্যান্ড দ্য হেরন” সহ এর মতো শীর্ষস্থানীয় আরো ২ টি অ্যানিমেটেড মুভি। তবে এদের মাঝে সেরা হিসেবে এবার সেরা অ্যানিমেটেড মুভি সেগমেন্টের অস্কার জিতে নেয় হায়াও মিয়াজাকি এর “দ্য বয় অ্যান্ড দ্য হেরন“।
“দ্য বয় অ্যান্ড দ্য হেরন” অ্যানিমে মুভিটি মাহিতো নামের একটি ছেলে কে কেন্দ্র করে আবর্তিত। মায়ের মারা যাওয়ার পর সে অন্য শহরে চলে আসে। যেখানে সে এক হেরন পাখির মাধ্যমে তার মায়ের বেঁচে থাকার সংবাদ পায় এবং সেই সন্ধানে সে যাত্রা করে, যা তাকে অন্য এক জগতে পৌঁছে দেয়।
৮৩ বছর বয়সী এই একাধারে জাদুকরী অ্যানিমেটর, মাঙ্গা লেখক এবং ফিল্ম মেকার – হায়াও মিয়াজাকি এর দ্বিতীয় অস্কার বিজয়। এর পূর্বে ২০০৩ সালে তিনি তার লেজেন্ডারি মাস্টারপিস মুভি “স্পিরিটেড অ্যাওয়ে” এর জন্য অস্কার পুরস্কার অর্জন করেন। দীর্ঘ ২০ বছর পর আবারো তার দ্বারে আরেকটি অস্কার এর দেখা মিলল যা স্টুডিও ঘিবলি (মূলত ঝিবলি) এর আরেকটি মাইলফলককে পূরণ করে দিলো। মিয়াজাকি এর তথাকথিত ফাইনাল ফিল্ম হিসেবে এই অর্জনটি এই অস্কার জয়কে আরো সম্পূর্ণ করেছে।
সুত্র: দ্য একাডেমি অ্যাওয়ার্ডস