জাপানের ORICON NEWS-এর সার্ভেতে ২০২৩ এর বেস্ট সেলিং মাঙ্গা হিসেবে জায়গা করে নিয়েছে স্পোর্টস মাঙ্গা “ব্লু লক“। গতবছর মাঙ্গাটির অ্যানিমে অ্যাডাপ্টেশন রিলিজ হয়। স্পোর্টস জনরার সুপরিচিত এই মাঙ্গার পপুলারিটি আরো বেড়ে যায় অ্যানিমে অ্যাডাপ্টেশনের পর। সিরিজটি Kodansha Publishing Company-এর টপ লিস্টে জায়গা পাওয়া সর্বপ্রথম মাঙ্গা। সাধারণত মাঙ্গার টপ লিস্ট ডমিনেটেড থাকে Shueisha Publishing Company কতৃক প্রকাশিত মাঙ্গা, স্পেশালি Weekly Shōnen Jump ম্যাগাজিনের ফ্যান-ফেভারিট মাঙ্গা। স্পোর্টস জনরার কোনো মাঙ্গা জনপ্রিয় শোনের সিরিজগুলোকে টপকে প্রথমবারের মতো টপ চার্টে জায়গা করে নিয়েছে।
“ব্লু লক” সিরিজটির টোটাল সেল অতিক্রম করেছে প্রায় ১ কোটি কপিরও বেশি যা দ্বিতীয় অবস্থানে থাকা জনপ্রিয় শোনেন সিরিজ জুজুৎসু কাইসেন এর চেয়ে প্রায় ২০ লাখ কপি বেশি। জুজুৎসু কাইসেন ২০২২ এর টপ সেলিং মাঙ্গা যা বিগত বছর ১ কোটি ২০ লাখেরও বেশি কপি হয়। গতবছরের তুলনায় এবছর মাঙ্গার সেল তুলনামূলক কম। গতবছর মোট চারটি সিরিজ ১ কোটি কপির বিক্রির থ্রেশহোল্ড অতিক্রম করেছিলো। সেখানে জুজুৎসু কাইসেন, টোকিও রিভেঞ্জার্স, স্পাই ফ্যামিলি এবং ওয়ান পিস-এর মতো পপুলার শোনেন সিরিজগুলো ১ কোটি কপির বিক্রির মাইলফলক অতিক্রম করে। কিন্তু এবছর কেবল “ব্লু লক” সিরিজটিই ১ কোটি কপির বিক্রি ক্লাবের একমাত্র মেম্বার।
একনজরে দেখে নেয়া যাক ২০২৩ এর টপ টেন বেস্ট সেলিং মাঙ্গা:
১০. কিংডম (৩২ লাখ)
৯. টোকিও রেভেঞ্জার্স (৩২ লাখ ১০ হাজার)
৮. মাই হিরো অ্যাকাডেমিয়া (৩৫ লাখ)
৭. স্পাই ফ্যামিলি (৪৩ লাখ)
৬. স্লাম ডাঙ্ক (৪৯ লাখ)
৫. চেইন স’ ম্যান (৫৩ লাখ)
৪. ওশি নো কো (৫৪ লাখ)
৩. ওয়ান পিস (৭১ লাখ)
২. জুজুৎসু কাইসেন (৮৫ লাখ)
১. ব্লু লক (১ কোটি ৫ লাখ)
এবছর টপ ৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে আকা আকাসাকা-র মাঙ্গা “ওশি নো কো”। সিরিজটির এবছর অ্যানিমে অ্যাডাপ্টেশনের পর জনপ্রিয়তা বেড়ে যায়। গতবছর ৪১তম পজিশনে ছিল সিরিজটি Oricron এর অ্যানুয়াল চার্টে। একবছরের মাথায় রাতারাতি চতুর্থ অবস্থানে চলে এসেছে সিরিজটি। এছাড়াও টপ চার্টে কিছুটা অগ্রসর হয়েছে ওয়ান পিস, চেইনসো ম্যান- এর মত পপুলার সিরিজ। তুলনামূলক কম ভলিউম সেল হওয়া সত্ত্বেও ওয়ান পিস দখল করে নিয়েছে তৃতীয় অবস্থান। অন্যদিকে পিছিয়েছে মাই হিরো অ্যাকাডেমিয়া, টোকিও রেভেঞ্জার্স ও স্পাই ফ্যামিলি-র মতো ফ্যান-ফেভারিট সিরিজ।