টোকিও কমিককনে ২০২৪ এর জন্য ঘোষণা করা হয় নতুন এই সিরিজটি। সিরিজটি নির্মিত হবে ওয়ার্নার ব্রাদার্স জাপান ও উইট স্টুডিও’র অধীনে, স্ক্রিপ্টরাইটার হিসেবে থাকছেন জনপ্রিয় সিরিজ রি:জিরো’র লেখক তাপ্পেই নাগাৎসুকি। গত শুক্রবার নতুন অ্যানিমে সিরিজটির ভয়েস কাস্ট, টিজার ট্রেইলার, থিম সং এবং একটি নতুন ভিজুয়াল রিলিজ করা হয়।
সিরিজটির মূল আকর্ষণ হিসেবে থাকছে হার্লি কুইন, ডেডশট, পিসমেকারদের মতো ফ্যান-ফেভারিট ডিসি চরিত্র। সিরিজের মূল চরিত্রগুলোকে দেখা যাবে ভিন্ন এক জগতে, যেখানে তারা মুখোমুখি হবে ড্রাগনের মতো মিথিকাল ক্রিয়েচার, এবং ম্যাজিকাল অ্যাবিলিটি, এককথায় জাপানিজ ইসেকাই জনরার পরিচিত প্লট।
গতানুগতিক জাপানিজ ইসেকাই অ্যানিমে থেকে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে নতুন সুইসাইড স্কোয়াড অ্যানিমেটি।