জনপ্রিয় অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ার-এর চতুর্থ সিজন আসছে ২০২৪ এ। নতুন সিজনটি কভার করবে মাঙ্গার “হাশিরা ট্রেইনিং আর্ক”, যার ব্রডকাস্ট শুরু হবে আগামী বছরের স্প্রিং সিজনে। প্রথম এপিসোডটি হতে যাচ্ছে ৬০ মিনিট দীর্ঘ স্পেশাল এপিসোড। নতুন সিরিজের একটি শর্ট ট্রেইলার রিলিজ করেছে অ্যানিপ্লেক্স ইউএসএ।
একই ট্রেইলারে ফিচার করা হয়েছে নতুন একটি মুভির যা রিলিজ হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। মুভিটিতে থাকছে সিরিজটির সোর্ডস্মিথ ভিলেজ আর্ক’এর সর্বশেষ এপিসোড এবং নতুন সিজনের প্রথম এপিসোড।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট