২০২৪ সালের ২ আগস্ট জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাই হিরো অ্যাকাডেমিয়া: ইউ’র নেক্সট (My Hero Academia: You’re Next) মুভি। এরপর ২০২৪ সালের ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে মুক্তি পায় মুভিটি। বিশ্বব্যাপী ৩২ মিলিয়ন ডলারেরও বেশি আয় করা মুভিটি এবার আসছে বাংলাদেশে। আগামি ৭ ফেব্রুয়ারি, ২০২৫ এ (নতুন আপডেট অনুযায়ী ১৪ই ফেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মুভিটি।
মাই হিরো অ্যাকাডেমিয়া, কোহেই হোরিকোশি রচিত একটি মাঙ্গা সিরিজ। এটি ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত উইকলি শোনেন জাম্প ম্যাগাজিনে প্রকাশিত হয়। স্টুডিও বোনস এর তৈরি একটি ৮ সিজনের অ্যানিমে অ্যাডাপ্টেশন, পাশাপাশি চারটি অ্যানিমে মুভিও মুক্তি পায়।
সুত্র: স্টার সিনেপ্লেক্স