২০২৪ সাল শেষ হতে চলেছে। ২০২৪ মাঙ্গার জন্য ছিলো এক চমৎকার বছর। ২০২৩ সাল বা তার আগে শুরু হওয়া লং রানিং মাঙ্গা হোক বা ২০২৪ এ সদ্য প্রকাশিত নতুন মাঙ্গা হোক না কেন—পাঠকদের পড়ার মতো দুর্দান্ত সব মাঙ্গা ছিল এ বছর। যে যেটাই পছন্দ করুক না কেন, সবার জন্যই কিছু না কিছু ছিল!
২০২৪ সালে প্রচুর চমৎকার মাঙ্গা প্রকাশিত হয়েছে, তবে স্বাভাবিকভাবেই কিছু মাঙ্গা বাকিদের থেকে আলাদা এবং মেনশন করার মতো। তা সে অসাধারণ আর্টওয়ার্ক, দুর্দান্ত গল্প বলার ক্ষমতা, কিংবা এই দুইয়ের মিশ্রণ; যা-ই হোক না কেন।
আমরা ২০২৪ সালের সেরা মাঙ্গাগুলো এমন ভাবে বাছাই করেছি যেখানে গল্প এবং এর উপস্থাপন দুটোই খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। তবে আমি যে গল্পটি বলতে চলেছি তার মূল কথা হলো, “পড়ার মতো এত ভালো জিনিস আছে যে সব পড়া কখনোই সম্ভব হবে না।” ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে Vinland Saga পর্যন্ত সেরা দশে জায়গা করে নিতে পারে নাই! যখন আমরা এই তালিকা তৈরি করতে শুরু করি, তখন মাঙ্গাগুলোর নাম বারবার বদলাতে হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় তিনটি প্রশ্নই মূল ভূমিকা রেখেছিল—কোন মাঙ্গাগুলো আমি-আপনি আবার পড়ার জন্য অনায়াসে তুলে নেবো? কোনগুলো আমার-আপনার মনে গেঁথে থাকবে? আর কোনগুলোকে আমি-আপনি মিস করবো?
তাহলে আর দেরি না করে চলুন, প্রথমে দেখে নিই কিছু “অনারেবল মেনশন” এবং তারপর মূল তালিকায়
অনারেবল মেনশন: Kaiju No. 8, Kagurabachi, Gokurakugai, Chainsaw Man, Vinland Saga, Shangri-La Frontier, Frieren: Beyond Journey’s End, Blue Period, Drifting Classroom, Howling Song for Husky Girl, Astro Royale, Century, Gachiakuta, Kagurabachi
১০. ডাইনোসর স্যাংচুয়ারি
ডাইনোসর আর পাইরেটদের প্রতি ভালোবাসা আমাদের কখনোই ফুরায়নি, এরজন্য বোধহয় জুরাসিক পার্ক আর পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান দায়ি। মাঙ্গায় পাইরেটদের আনাগোনা অনেকই আছে। ইনফ্যাক্ট সুপার পপুলার ওয়ান পিস তো পাইরেট নিয়েই। কিন্তু ডাইনোসর নিয়ে কাজ তুলনামূলক কম। ডাইনোসর স্যাংচুয়ারি (Dinosaur Sanctuary) হলো মাঙ্গা জগতে ডাইনোসরের সেই পূর্নাঙ্গ উপস্থাপনা যার ঘাটাতি অনেকদিন ধরেই ছিলো। এই মাঙ্গার চরিত্রগুলো বেশ গভীর এবং জটিল, আর গল্পে রয়েছে প্রচুর আকর্ষণ। আর হ্যাঁ, Dinosaur Sanctuary মাঙ্গা পড়লে আপনি এটার প্রমাণ পাবেন যে, যখন আপনি অ-মানব চরিত্রগুলোকেও পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দিতে পারেন, তখন আপনি কিছু অসাধারণ সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে ২০২৪ এর সেরা মাঙ্গার তালিকায় জায়গা করে নেয়ার মতো সবকিছুই আছে এই মাঙ্গাতে।
৯. ডেলিসিয়াস ইন ডানজন
অবাক হয়েছি আমরা যে ডেলিসিয়াস ইন ডানজন (Delicious in Dungeon) মাঙ্গা কেবলমাত্র ৯ নম্বরে জায়গা পেল! কিন্তু যা হবার তা-ই হলো। সত্যিই ভালোবেসে ফেলার মতো একটা সিরিজ। এর প্রতিটি দিকই অসাধারণ। এই মাঙ্গা আমাদের উপহার দিয়েছে একটি অনন্য প্রোটাগনিস্ট—লাইওস, যে অসাধারণভাবে অনন্য। শুধুমাত্র তার উপস্থিতিই মাঙ্গার অসাধারণ গল্পের একটি বড় অংশকে আরো বড় করে তুলেছে।
৮. দ্য ফ্যাবল
যদি ২০২৪ সালের “সবচেয়ে বড় চমক” হিসেবে কোনো সিরিজকে অভিষিক্ত করতে হয়, তবে তা হবে দ্য ফ্যাবল (The Fable)। এর হাস্যরস একেবারে নিখুঁত—সরাসরি মনোযোগ আকর্ষণ না করেও এটি নিজের কাজ করে যায়। শুধু তাই নয়, আপনি যদি ইয়াকুজা-ড্রিভেন কমেডির বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে এটি আপনার জন্য সেই ধরনের গল্পের মানকে অসীম উচ্চতায় নিয়ে যাবে।
৭. গাচিয়াকুটা
আমরা প্রথম যখন গাচিয়াকুটা (Gachiakuta) আবিষ্কার করি, তখন পুরোপুরি মুগ্ধ হয়ে যাই। আপনি গাচিয়াকুটা পড়লে শুধু গাচিয়াকুটা-র জগতে ডুবে থাকতে চাইবেন। এর আর্টস্টাইল একেবারে পাঙ্ক এবং ডিসটোপিয় ভাবনার সাথে মিলে যায়। এই গল্পটি অন্য যেকোনো কিছুর চেয়ে আপনাকে সেটিংয়ের গুরুত্ব শেখাবে। যখন সেটিং সঠিকভাবে উপস্থাপন করা হয়, তখন তা চরিত্র থেকে গল্প পর্যন্ত সিরিজের প্রতিটি অংশকে গভীরভাবে প্রভাবিত করে।
৬. ডান ডা ডান
আমাদের ২০২৪ এর সেরা অ্যানিমে সিরিজে জায়গা করে নিতে নিয়েছে ডান ডা ডান মাঙ্গার অ্যানিমে অ্যাডাপ্টেশন। কিন্তু অ্যানিমে, ওপেনিং হিট সং ছাড়াও, ডানডাডান (Dandadan) মাঙ্গা নিজস্ব একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। অসাধারণ এই মাঙ্গার কাহিনি একদিকে পুরোপুরি পাগলাটে মন হয়, আবার একেবারে বাস্তবিকও মনে হয়। হাস্যকর, অদ্ভুত, কিন্তু একইসঙ্গে গল্প বলার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে এই মাঙ্গা। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ড্রামাটিক টেনশন, সব কিছুই অসাধারণ। ডানডাডান প্রতিটি অর্থেই ব্যতিক্রমী।
৫. ব্লু লক
হ্যাঁ, আম অবাক যে ব্লু লক (Blue Lock) এই তালিকায় মাত্র ৫ নম্বরে রয়েছে। এটি এমন একটি সিরিজ, যা স্পোর্টস জনরার মাঙ্গাকে রিডিফাইন করে দেয়ার সক্ষমতা রাখে। আপনি আমাদের আপনকামিং ম্যাগাজিনে “মাঙ্গা বনাম অ্যানিমে” ফিচার পড়লে খুব ভালোভাবে তা বুঝতে পারবেন। তবে ব্লু লক যে দিক থেকে বিশেষ ভাবে উল্লেখ করার মতো সেটা হলো এর ক্যারেক্টারদেরকে সম্পূর্ণরূপে উপস্থাপন করকর কমিটমেন্ট। সে যতই ছোট চরিত্র বা ভূমিকারই হোক না কেন এই সিরিজে তাকে সম্পূর্ণ ফোকাস দিয়ে উপস্থাপন করা হয়েছে
৪. উইচ হ্যাট অ্যাটেলিয়ার
আপনার সহজেই বিরক্ত হয়ে যাবার ব্যামো থাকলেও উইচ হ্যাট অ্যাটেলিয়ার (Witch Hat Atelier) বারবার আপনাকে মুগ্ধ করবে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আর্টিস্টিক ফ্লোরিশ, ওয়াল্ড বিল্ডিং, অথবা ম্যাজিকাল সিস্টেম—এমন সবকিছু আছে যা আপনাকে বিস্মিত করতে বাধ্য এবং আপনাকে এই সিরিজটির প্রতি আরও গভীর ভালোবাসায় বেঁধে ফেলবে।
৩. দ্য সামার হিকারু ডাইড
দ্য সামার হিকারু ডাইড (The Summer Hikaru Died) মাঙ্গা আপনাকে সূক্ষ্ম ভৌতিক গল্পের ফ্যান করে তুলবে। মাঙ্গাটি ছোট ছোট ইঙ্গিত এবং সংকেত দিয়ে এমন এক অস্বস্তিকর ভৌতিক অনুভূতি তৈরি করে, যা অদ্ভুতভাবে আকর্ষণীয়। আজকাল সরাসরি মুখে ধরা ভয় কিংবা দানবদের আধিক্যের মাঝে এই সিরিজটি ঠিক উল্টো পথে হেঁটেছে। এর সাথে যুক্ত হয়েছে গভীর এবং হৃদয়গ্রাহী একটি থিম, যা এই সিরিজটির আরো বেশি অসাধারণ করে তুলেছে।
২. উইন্ড ব্রেকার
উইন্ড ব্রেকার (Wind Breaker) সেই পুরনো বন্ধুর মতো, যে সবসময় পাশে থাকে, আপনি যত দিনই দূরে থাকুন না কেন। যখনই আপনি ক্লান্ত বা বিষণ্ণ থাকবেন, উইন্ড ব্রেকার পড়ুন। আপনাকে কখনোই হতাশ করবে না। প্রোটাগনিস্টের কোনো ব্যাকস্টোরি ছাড়াই যে গল্পকে কার্যকরী করে তুলতে পারে, তার একটি অসাধারণ উদাহরণ।
১. হেল’স প্যারাডাইস
হেল’স প্যারাডাইস (Hell’s Paradise) একটা নিখুঁত জিনিস। আমাদের তো মনে হয় না এমন কোনো সিরিজ আছে, যা হেল’স প্যারাডাইস-কে এই অবস্থান থেকে সরাতে পারে। এর পরিপূর্ণতা, ক্যারেক্টারের অসাধারণ বহর, ড্রামাটিক টেনশন ও টাইমিংয়ের—কোনো কিছুই কোনো মাঙ্গা এখন পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এটি মাঙ্গার জগত এবং সামগ্রিক গল্প বলার ক্ষেত্রেও অন্যতম উপেক্ষিত একটি সিরিজ। হোপফুলি আরো বেশি স্পটলাইটে আসবে।
এই ছিলো আমাদের পিক করা ২০২৪ সালের সেরা ১০ মাঙ্গা সিরিজ। আপনার পছন্দ জানাতে ভুলবেন না।