২.৫ ডাইমেনশনাল সিডাকশন (2.5 Dimensional Seduction) অ্যানিমের সিজন ২ এর ঘোষণা প্রথম সিজনের ফাইনাল এপিসোডের পরপরই দেওয়া হয়। স্টুডিও জে.সি. স্টাফ অ্যানিমেশনটি তৈরি করা সিজন ১ এর ফাইনাল এপিসোড গত ১৩ ডিসেম্বর ২০২৪-এ মুক্তি পেয়েছে।
ইউ হাশিমোটোর মাঙ্গা ২.৫ ডাইমেনশনাল সিডাকশন ২০১৯ সালের জুন থেকে শুয়েইশার শোনেন জাম্প+ মাঙ্গা ম্যাগাজিনের ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট