হটাৎ বিরতিতে যাচ্ছে স্পাই × ফ্যামিলি (SPY × FAMILY) মাঙ্গা। নেক্স আপডেট আসবে আগামি ২৩ ডিসেম্বর, ২০২৪-এ। চ্যাপ্টার ১০৮ মূলত ২৫ নভেম্বর, ২০২৪-এ প্রকাশিত হওয়ার কথা ছিল। অফিসিয়াল এই বিরতির কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, শুধুমাত্র দুঃখ প্রকাশ করা হয়েছে দেরিতে জানানোর জন্য।
এটি কিন্তু প্রথম বার নয় যে মাঙ্গাটি হঠাৎ করেই বিরতিতে গেছে, তবে ভক্তরা কিছুটা উদ্বিগ্ন, কারণ তাতসুয়া এন্ডো ১৩ অক্টোবর, ২০২৪ এর পর থেকে টুইটার (বর্তমান এক্স)-এ কোনো কিছু পোস্ট করেননি।