আসছে শিনোবু তাকায়ামা ফ্যান্টাসি মাঙ্গা “হাইগাকুরা” এর আনিমে অ্যাডাপ্টেশন। আগামী ৭ অক্টোবর, ২০২৪-এ সিরিজটির প্রিমিয়ার হবে বলে ঘোষণা করা হয়েছে। ঘোষণা উপলক্ষে একটি ট্রেইলার প্রকাশ করা হয়। ট্রেইলারে প্রধান দুটি চরিত্র ইচিওকে এবং ইশিকাওয়াকে দেখানো হয়েছে।
অ্যানিমেটি পরিচালনা করবেন জুনিচি ইয়ামামোতো এবং অ্যানিমেশনের কাজ করবে স্টুডিও টাইফুন। সিরিজটির কম্টোজিশন করবে ইউ মুরাই ও ক্যানেক্টার ডিজাইন করবেন মাসাকি সাতো সাথে মিউজিক কম্পোজিশনের দায়িত্বে থাকছেন ইউকি কুরিহারা।