রি:জিরো − স্টার্টিং লাইফ ইন আনাদার ওয়ার্ল্ড সিজন ৩ সম্প্রচারের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর, ২০২৪ এ জাপানে টিভি প্রিমিয়ার হতে চলেছে সিরিজটির। “এমএফ বুঙ্কো জে সামার স্কুল ফেস্টিভ্যাল ২০২৪” ইভেন্টে এমনটাই জানানো হয়। প্রকাশ করা হয় নতুন ট্রেইলারও।
এর আগে গত ৩০ এ আগষ্ট জাপানে সিজন ৩ এর প্রথম এপিসোডের এক্সটেন্ডেড ভার্সনের স্ক্রিনিং হয়।
নতুন সিজনটিতে ক্যাপেলা এমেরদা লুগনিকার চরিত্রে কন্ঠ দিবেন আওই ইউকি। নতুন সিরিজটিতে থাকছে ১৬টি পর্ব, যার শুরু হবে ২ অক্টোবর বিশেষ ৯০-মিনিটের পর্ব সম্প্রচারের মাধ্যমে।
তাপেই নাগাতসুকির লাইট নোভেলের উপর ভিত্তি করে “রি:জিরো − স্টার্টিং লাইফ ইন আনাদার ওয়ার্ল্ড” অ্যানিমে তৈরি।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট