ফ্রিরেন: বিয়ন্ড জার্নি’স এন্ড (Frieren: Beyond Journey’s End) অ্যানিমের আনুষ্ঠানিকভাবে সিজন ২ এর যাত্রা শুরু করতে যাচ্ছে। সিক্যুয়েলটিকেও অ্যানিমেট করবে Madhouse স্টুডিও। গত শনিবার অ্যানিমেটির অ্যানিভার্সারি অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সেদিন সিরিজটির টিজার ভিজ্যুয়াল এবং ট্রেলারও প্রকাশ করা হয়।
অ্যানিমেটির প্রথম সিজন ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয় এবং ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম সিজনের দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২২ শে মার্চে “The Journey to Ende Continues” বার্তার মাধ্যমে শেষ হয়।
কেইচিরো সাইতোর ডিরেকশনে প্রথম সিজন অ্যানিমেট করে স্টুডিও ম্যাডহাউস, স্ক্রিপ্ট লিখেন মহিরো সুজুকি, মিউজিক কম্পোজ করেন ইভান কল এবং ক্যারেক্টার ডিজাইনের কাজ করেন রেইকো নাগাসাওয়া।
অ্যানিমেটি কানেহিতো ইয়ামাদার লেখা এবং সুকাসা আবের ইলাস্ট্রেট করা মাঙ্গার উপর ভিত্তি করে তৈরী করা। মাঙ্গাটি ২০২০ সালের এপ্রিল থেকে শোগাকুকানের শোনেন মাঙ্গা ম্যাগাজিন “উইকলি শোনেন সানডে” তে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট