গত ১৬ জানুয়ারি, ২০২৪ এ জাপানে মুক্তি পায় ‘হাইকিউ!! ফাইনাল’ শীর্ষক ২ পার্টের মুভি সিরিজের প্রথম মুভি ‘‘হাইকিউ!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’’। মুভিটি মূল মাঙ্গার ৩৭ নম্বর ভলিউমের ‘টোকিও ন্যাশনাল আর্ক’ এর নেকোমা বনাম কারাসুনো এর ব্যাটেলর ওপর ভিত্তি করে তৈরি।
মুভিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামি ৭ই জুলাই। মুভিটি আমদানি করছে স্টার সিনেপ্লেক্ট। সংবাদটি গত মার্চ মাসে ‘হাইকিউ!!’ এর অফিশিয়াল টুইটার একাউন্ট নিশ্চিত করে।
এদিকে মিডিয়ালিংক গ্রুপ লিমিটেড দক্ষিণ-পূর্ব এশিয়ায়র বিভিন্ন দেশে রিলিজ করবে বলে জানায়। সিনেমাটি আগামি মে, ২০২৪ সালে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত এবং ফিলিপাইনে সিনেমা হলে মুক্তি পাবে। সঠিক প্রদর্শনের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। এছাড়াও মিডিয়ালিংক ১১ এপ্রিল হংকং ও ম্যাকাও এবং ১২ এপ্রিল তাইওয়ানেও মুভিটি রিলিজ করবে।