নেটফ্লিক্স ২০২৪ সালে প্রথমবারের মতো তাদের স্ট্রিমিং-এ বেশ কয়েকটি ব্যাপক জনপ্রিয় অ্যানিমে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে জুজুৎসু কাইসেন, ওয়ান পিস, ব্ল্যাক ক্লোভারের মতো অ্যানিমেও।
Netflix-এর অফিসিয়াল টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্টের মাধ্যমে জানায় যে, মাই হিরো একাডেমিয়া, হাইকিউ!! ও ব্ল্যাক ক্লোভারের প্রথম চারটি সিজন, জুজুৎসু কাইসেন ও স্পাই ফ্যামিলির প্রথম সিজন এবং জনপ্রিয় ওয়ান পিস ফিল্ম: রেড ২০২৪ সালের শেষ নাগাদ প্ল্যাটফর্মটিকে আসবে।
ব্ল্যাক ক্লোভারের প্রথম সিজন আসবে এপ্রিলের ১ তারিখে।
সুত্র: নেটফ্লিক্স via টুইটার