ইসেকাই-অ্যাডভেঞ্চার অ্যানিমে “ক্যাম্পফায়ার কুকিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ মাই অ্যাবসার্ড স্কিল” এর দ্বিতীয় সিজন অফিশিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। কবে নাগাদ আসবে তা জানানো হয় নি এখনও।
ঘোষণাটি উদযাপন করতে, অ্যানিমে পরিচালক কিয়োশি মাতসুদা এবং লাইট নোবেল শিল্পি মাসা-র পৃথক-পৃথক ছবি প্রকাশ করেন।
মূল ক্যাম্পফায়ার কুকিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ মাই অ্যাবসার্ড স্কিল লাইট নোবেলটি লিখেছেন রেন এগুচি এবং এঁকেছেন মাসা। জাপানে লাইন নোবেলটি করে ওভারল্যাপ। টিভি অ্যানিমেটি তৈরি করে বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও MAPPA, যা কিয়োশি মাতসুদা পরিচালিত।
সুত্র: Comic Natalie