‘বোচ্চি দ্য রক!’-এর প্রথম সিজনের রিক্যাপ হিসেবে দুইটি নতুন মুভি রিলিজ করা হবে আগামী বছর। অফিসিয়াল টুইটারে একটি টিজার ট্রেইলার এবং পোস্টার রিলিজ করা হয় গত ১৬ অক্টোবর।
গতবছরের অন্যতম জনপ্রিয় অ্যানিমে হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলো “বোচ্চি দ্য রক!”। ইন্ট্রোভার্টেড হাই স্কুল স্টুডেন্ট হিতোরি গোতো-কে ঘিরে সিরিজটির কাহিনী। সোশ্যালি অকওয়ার্ড হিতোরি “বোচ্চি” গোতো একজন ট্যালেন্টেড গিটারিস্ট, অনলাইনে ‘গিটার হিরো’ ছদ্মনামে পরিচিতি আছে তার। কিন্তু কমিউনিকেশন স্কিলের অভাবে হিতোরির বাস্তবজীবনে কোনো বন্ধুবান্ধব ছিলো না। একদিন ‘কেসসোকু ব্যান্ড’-এর ড্রামার সমবয়সী নিজিকা ইজিচির সাথে পরিচয় হয় হিতোরির, নিজিকা-র আমন্ত্রণে কেসসোকু ব্যান্ডে যোগ দেয় হিতোরি যার ফলে বদলে যেতে থাকে হিতোরির একাকীত্বপূর্ণ জীবন।
মিউজিক, স্লাইস অফ লাইফ জনরার অ্যানিমেটি ২০২২ সালের ফল সিজনের জন্য ছিলো একপ্রকার চমক, অন্যান্য পপুলার সিরিজকে টপকে ফল সিজনের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেতে পরিণত হয় সিরিজটি।
সিজন ১-এর স্টাফ ও ভয়েস কাস্ট ফিরছে মুভিতেও, স্টুডিও ক্লভার ওয়ার্কস থাকছে অ্যানিমেশনে। আগামীবছরের সামারে রিলিজ হতে পারে মুভি দুটির প্রথম পার্ট।
– আজহার মাহমুদ, ওটাকু বাংলা