ভয়েস অ্যাক্টর ইউমি উচিয়ামা এবং ইউসুকে কোবায়াশি আজ তাদের বিয়ের ঘোষণা দিয়েছেন। দুজনই তাদের নিজ নিজ অফিসিয়াল টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্টে এই ঘোষণা শেয়ার করেছেন।
তারা একসাথে বেশ কয়েকটি অ্যানিমেতে কাজ করেছেন, যেমন Re:ZERO -Starting Life in Another World- এবং The Heroic Legend of Arslan।
কোবায়াশির উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে সাবারু (Re:ZERO), সেনকু ইশিগামি (Dr. STONE), আর্থার বয়েল (Fire Force), এবং আর্সলান (The Heroic Legend of Arslan)।
উচিয়ামার উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো প্যাক (Re:ZERO), রুডিয়াস গ্রেয়রাট (Mushoku Tensei: Jobless Reincarnation), রেই কিরিয়ামা (March Comes In Like a Lion), এবং এটোয়েল (The Heroic Legend of Arslan)।