গতকাল ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে স্কয়ার এনিক্সের Young Gangan ম্যাগাজিনের ২০২৫ সালের প্রথম সংখ্যার প্রচ্ছদ ফাঁস হওয়ার মাধ্যমে জানা যায় যে My Dress-Up Darling-এর সিক্যুয়েল ২০২৫ সালে সম্প্রচারিত হবে। উল্লেখ্য, অ্যানিমেটির প্রথম সিজন ২০২২ সালের মার্চ মাসে সম্প্রচার শেষ করে।
Young Gangan ম্যাগাজিনের আসন্ন সংখ্যার একটি অ্যামাজন লিস্টিং-এ উল্লেখ করা হয়েছে যে My Dress-Up Darling-এর টিভি অ্যানিমে সিক্যুয়েল ২০২৫ সালে প্রিমিয়ার করবে। তবে, এই সিক্যুয়েলের কোনো নির্দিষ্ট ফরম্যাট উল্লেখ করা হয় নি। ফুল দ্বিতীয় সিজন হতে পারে, টিভি মুভি হতে পারে কিংবা দ্বিতীয় সিজনের পার্টও হতে পারে। তবে সেটি এখনো অজানা। ২০২২ সালে সিক্যুয়েল ঘোষণা করা হয়েছিলো।
My Dress-Up Darling শিনিচি ফুকুদা লেখা ও আঁকা একটি রম-কম মাঙ্গা সিরিজ। এই ফ্র্যাঞ্চাইজিটি এই বছর একটি টিভি ড্রামা অ্যাডাপ্টেশনও পেয়েছে।
সুত্র: অ্যামাজন