ক্লাসরুম অব দ্য এলিট ২ লাইট নভেল সিরিজ শেষ হচ্ছে আসন্ন ভলিউম ১২.৫ প্রকাশের মাধ্যমে, যা প্রকাশ পাবে ২৫ নভেম্বর, ২০২৪ তারিখে। প্রথমটি মতো দ্বিতীয়টিও ১৫টি ভলিউমে শেষ হচ্ছে। নতুন ভলিউমের কভারে থাকছে হিয়োরি শিনা।
শোগো কিনুগাসা এর লেখা এবং শুনসাকু টোমোসের ইলাস্ট্রেট করা “ক্লাসরুম অব দ্য এলিট” লাইট নভেল ২০১৫ সালের মে থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত হয়। আর “ক্লাসরুম অব দ্য এলিট ২” শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে।
সুত্র: অফিশিয়াল টুইটার (এক্স)