জনপ্রিয় জাপানি সংগীতশিল্পী সায়ুরি (Sayuri) ২৮ বছর বয়সে গত ২০ অক্টোবর, ২০২৪ তারিখে মারা গেছেন। তার স্বামী, সায়ুরির টুইটারের মাধ্যমে খবরটি শেয়ার করেন। তার শেষকৃত্য ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতদের সাথে একান্তে অনুষ্ঠিত হয়।
ঠিক কী কারণে মারা গেছে সেটা না জানালেও সায়ুরীর স্বামী অমরাশি, তার এক ট্যুইটে জানান, সায়ুরি দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে লড়াই করছিলেল।
সায়ুরি লাইকোরিস রিকোয়েল (“Flower Tower”), স্কাম’স উইশ (“Parallel Line”), ইরেসড (“It Is Like A Small Light“), মাই হিরো অ্যাকাডেমিয়া (“About a Voyage”)-র মতো বিখ্যাত অ্যানিমের থিম সং গেয়েছেন।
এর আগে গত ২৫ জুলাই, ২০২৪ এ সায়ুরি এক ট্যুইটের মাধ্যমে জানান যে, তিনি ফাংশনাল ডিসফোনিয়া (যার ফলে কন্ঠস্বরে সমস্যা হয়)-তে ভুগছেন। সেই সময়ে, তিনি আরো জানান যে তিনি একজন স্পিচ থেরাপিস্ট এবং ভোকাল প্রশিক্ষককে দেখাচ্ছেন।
সায়ুরি তার কিশোরী বয়স থেকেই তার নিজ শহর ফুকুওকায় একজন সিঙ্গার-গিটারিস্ট হিসেবে সক্রিয় ছিলো। ২০১৬ সালের আগস্টে মাত্র ১৯ বছর বয়সে তিনি-এ ‘র্যাম্পো কিতান: গেম অফ ল্যাপ্লেস’ অ্যানিমের এন্ডিং থিম সং “Mikazuki” দিয়ে তার মেজর আত্মপ্রকাশ ঘটে।
সুত্র: টুইটার