শোউশিমিন: হাউ টু বিকাম অর্ডিনারি (Shōshimin: How to Become Ordinary) অ্যানিমে সিরিজটির দ্বিতীয় সিজন অ্যানাউন্স করেছে টিভি আসাহি। আগামী বছর অর্থাৎ ২০২৫ এর এপ্রিলে রিলিজ ডেট অ্যানাউন্সের পাশাপাশি নতুন তিনজন কাস্ট মেম্বার থাকছে বলে জানিয়েছে অ্যানিমের স্টাফ। টিভি আসাহি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যানিমেটির নতুন একটি ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
শোউশিমিন (Hiragana: しょうしみん, Romaji: Shōshimin) শব্দটির অরিজিন চাইনিজ 小市民 (Xiǎoshìmín), যার আক্ষরিক অর্থ পেটি বুর্জোয়া বা লোয়ার মিডল ক্লাস। সিরিজটির অফিসিয়াল নাম 小市民シリーズ যার আক্ষরিক অর্থ “Small Citizen Series”. সিরিজটির নাম থেকেই আঁচ করা যায় এটি স্লো-পেসড “Slice of Life” জনরার অ্যানিমে। ক্লাসিক লিটারেচার সিরিজের (Hyouka) স্রষ্টা হোনোবু ইয়োনেজাওয়ার লেখা রহস্য উপন্যাসের অ্যাডাপ্টেশন এই অ্যানিমে সিরিজটি। Slice of Life এবং Mystery প্লটের সংমিশ্রণে ইউনিক এক জনরার স্রষ্টব্য হিসেবে খ্যাত ইয়োনেজাওয়া। সিরিজটি প্রথম প্রকাশিত হয় ২০০৪ সালে এবং ২০২৪ এর অ্যানিমে অ্যাডাপ্টেশনের সময় পর্যন্ত পাঁচটি ভলিউম প্রকাশিত হয়েছে।
হিইয়োকার প্রধান চরিত্রের মতো শোউশিমিনের প্রধান চরিত্র জোগোরো কোবাতোর একটাই ইচ্ছা, একদম সাদামাটা এবং নির্ঝঞ্ঝাট জীবন। তার ক্লাসমেট ইউজি ওসানাই একই ইচ্ছা রাখে। কিন্তু হিইয়োকার প্লটের মতো তারাও অনিচ্ছাসত্ত্বে বিভিন্ন রহস্যে জড়িয়ে পড়ে।
হাউ টু বিকাম অর্ডিনারি সিরিজটি রিলিজ হয় চলতি বছরের ৬ জুলাই। ১০ এপিসোডের প্রথম সিজন টিভি ব্রডকাস্টের পাশাপাশি ক্রাঞ্চিরোলেও অ্যাভেইলেবল সিরিজটির।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট