এমএফ ঘোস্ট (MF Ghost) দ্বিতীয় সিজনের নতুন ভিজ্যুয়াল এবং ট্রেইলার প্রকাশিত হয়েছে। আগামি ৬ অক্টোবর, ২০২৪ এ প্রিমিয়ার হতে চলেছে সিজনটি। নতুন ট্রেইলারটিতে হিমিকা আকানেয়ার “Side U (Prod. AmPm)” গানটি ফিচার করা হয়েছে। সিক্যুয়ালটি অ্যানিমেট করবে ফেলিক্স ফিল্মস এবং পরিচালনা করবে তোমোহিতো।
এমএফ ঘোস্ট-এর প্রথম সিজন অক্টোবর, ২০২৩ থেকে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সম্প্রচারিত হয়। এর পর্ব সংখ্যা ছিলো ১২ টি। নতুন সিজনে পূর্বের মেইন স্টাফ সদস্যদের দেখা মিলবে। যার মধ্যে চিত্রনাট্যকার হিসেবে থাকছেন কেনইচি ইয়ামাশিতা, চিফ অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে থাকছেন নাওয়ুকি ওন্ডা এবং চিয়োকো সাকামোটো, সাথে ক্যারেক্টর ডিজাইনার হিসেবে কাজ করবেন নাওয়ুকি ওন্ডা এবং আর্ট ডিরেক্টর এর দায়িত্ব পালন করবেন সেকো আকাশি।
এমএফ ঘোস্ট শুইচি শিগেনো (ইনিশিয়াল ডি-এর লেখক)-র লেখা মাঙ্গার ওপর বেস করে তৈরি। মাঙ্গাটি সেপ্টেম্বর, ২০১৭ তে প্রথম প্রকাশিত হয় এবং বর্তমানে এর ২০ টি ভলিউম আছে। গল্পটি জনপ্রিয় মাঙ্গা ইনিশিয়াল ডি এর পর থেকে শুরু হয়েছে অর্থাৎ এর সিক্যুয়াল। গল্পের পটভুমি ভবিষ্যত পৃথিবীতে রচিত যেখান ইলেট্রিক গাড়ি মানুষের দৈনিক জীবনের অংশ।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট