জনপ্রিয় অ্যানিমে ‘ক্লাসরুম অফ দ্য এলিট’ এর চতুর্থ সিজন অ্যানাউন্স করা হয়েছে। নতুন এই সিজনটি অ্যাডাপ্ট করবে অরিজিনাল লাইট নভেলের সিক্যুয়েল সিরিজ “ক্লাসরুম অফ দ্য এলিট সেকেন্ড ইয়ার”। এবছর (২০২৪) মার্চে শেষ হওয়া অ্যানিমের তৃতীয় সিজনে ফার্স্ট ইয়ারের স্টোরি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। সিজন ৪ এ থাকছে সেকেন্ড ইয়ারের প্রথম সেমিস্টার। এখনো নতুন সিজনের রিলিজ ডেট প্রকাশ করা হয়নি।
জনপ্রিয় এই সিরিজের অরিজিনাল লাইট নভেল রিলিজ হয় ২০১৫ সালে। অ্যানিমে অ্যাডাপ্টেশন আসে ২০১৭ তে যা মূল গল্প থেকে কিছুটা পরিবর্তন করে উপস্থাপন করা হয়েছিলো।
সুত্র: প্রেস রিলিজ