ঘোষণা করা হয়েছে ‘অ্যাটাক অন টাইটান দ্য ফাইনাল চ্যাপ্টার: দ্য লাস্ট অ্যাটাক’ মুভি। মুভিটি এবছর অর্থাৎ ২০২৪ এর ৪ই নভেম্বর মুক্তি পাচ্ছে জাপানে। ১৪৫ মিনিটের এই থিয়েটার রিলিজের অ্যানিমেশনের কাজ করেছে Studio MAPPA, যাতে থাকবে স্পেশালের পার্ট ১ এবং ২-এর ইমপ্রুভড কাট, সেইসাথে 5.1ch সানাউন্ডিং সাউন্ড। মুভিটির একটি টিজার ভিজ্যুয়ালও প্রকাশ করা হয়েছে।
সিজন ৪ থেকে অ্যাটাক অন টাইটানের অ্যানমেশনের কাজ করে আসছে স্টুডিও মাপ্পা।
তথ্যসুত্র: অফিশিয়াল এক্স (টুইটার)