জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম Crunchyroll এর সাথে ওটাকু দুনিয়ার প্রায় সবাই পরিচিত। সনি গ্রুপ কর্পোরেশন ও অ্যানিপ্লেক্স (সনি মিউজিক এন্টারটেইনমেন্ট জাপান)-এর মালিকানাধীন স্ট্রিমিং সাইটটি অ্যানিমে ইন্ডাস্ট্রির। লিগ্যাল স্ট্রিমিং প্লাটফর্মের মধ্যে শীর্ষে থাকা Crunchyroll প্রতিবছর অ্যানিমে ইন্ডাস্ট্রির বেস্ট পারফর্মিং অ্যানিমে, ভয়েস অ্যাক্টিং, মিউজিকের স্বীকৃতি হিসেবে আয়োজন করে দ্য অ্যানিমে অ্যাওয়ার্ডস। বরাবরের মতো এবছর পর্দা নামলো ৮ম Crunchyroll অ্যানিমে অ্যাওয়ার্ডস এর। ২০১৭ থেকে অ্যানিমে অ্যাওয়ার্ডস-এর সূচনা হলেও ২০২৩ এ প্রথমবারের মতো জাপানের রাজধানী টোকিওতে আয়োজন করা হয় ওটাকু কালচারের বড় এই আসরের। গতবছরের মতো এবারও টোকিওতে আয়োজিত হলো Crunchyroll অ্যানিমে অ্যাওয়ার্ডস।
অ্যানিমে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, জনপ্রিয় ক্রিয়েটর, প্রডিউসার, ভয়েস পারফর্মার, মিউজিক কম্পোজারসহ অনেকেই ছিলেন আয়োজনমুখর এই সন্ধ্যায়। মিউজিক্যাল পারফর্মেন্সে অংশ নেন জনপ্রিয় সিরিজ “অ্যাটাক অন টাইটান” এর কম্পোজার হিরোইউকি সাওয়ানো, কোহতা ইয়ামামোতো থেকে শুরু করে করে জনপ্রিয় সিঙ্গার লিসা এবং জাপানিজ-পপ ডুয়ো ইয়োআসোবি পারফর্ম করে তাদের ২০২৩ এর হিট সিঙ্গেল “আইডল”। অর্কেস্ট্রা পারফর্মেন্সে ছিলো জনপ্রিয় সিরিজ ড্রাগন বল এবং ফুলমেটাল আলকেমিস্ট’এর মতো লেজেন্ডারি সিরিজের থিম সং। Crunchyroll সম্পূর্ণ ইভেন্টটি লাইভ স্ট্রিম করে ইউটিউব ও টুইচ স্ট্রিমিং প্লাটফর্মে।
এবছরের অ্যানিমে অ্যাওয়ার্ডস ৩২ টি ক্যাটাগরিতে ভাগ করা হয় যার মধ্যে ছিলো বছরের সেরা অ্যানিমে, নিউ অ্যানিমে সিরিজ, ফিল্ম থেকে শুরু করে ভয়েস পারফর্মেন্স অ্যাওয়ার্ড, পাশাপাশি বিভিন্ন জনরা অ্যাওয়ার্ডসহ আরো অনেক কিছু। এবছরের Crunchyroll অ্যানিমে অ্যাওয়ার্ডস এর টপ ক্যাটাগরি, “অ্যানিমে অফ দ্য ইয়ার” এর গ্র্যান্ড উইনার জুজুৎসু কাইসেন সিজন ২। বেস্ট ফিল্ম হিসেবে জয়ী হয় মাকোতো শিনকাই-এর সুজুমে নো তোজিমারি। অন্যদিকে নিউ সিরিজ হিসেবে জয়ী হয় চেইনসো ম্যান এবং অ্যানিমেশন অ্যাওয়ার্ডস জিতে নেয় ডেমন স্লেয়ার সিজন ৩।
এক নজরে দেখে নেয়া যাক ২০২৪ এর Crunchyroll অ্যানিমে অ্যাওয়ার্ডস এর গ্র্যান্ড উইনারদের—
• বছরের সেরা অ্যানিমে: জুজুৎসু কাইসেন সিজন ২
• সেরা অ্যানিমে ফিল্ম: সুজুমে
• সেরা অ্যানিমেশন: ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়ায়বা (সিজন ৩)
• সেরা নতুন অ্যানিমে সিরিজ: চেইনসো ম্যান
• সেরা ধারাবাহিক সিরিজ: ওয়ান পিস
• সেরা রোমান্স: হোরিমিয়া: দ্য মিসিং পিসেস
• সেরা স্লাইস অব লাইফ: বোচ্চি দ্য রক!
• সেরা কমেডি: স্পাই × ফ্যামিলি (সিজন ১)
• সেরা অ্যানিমে গান: Idol – YOASOBI – ওশি নো কো
• সেরা অ্যানিমে স্কোর: অ্যটাক অন টাইটান ফাইনাল সিজন দ্য ফাইনাল চ্যাপ্টারস স্পেশাল ১
• সেরা অরিজিনাল অ্যানিমে: বাডি ব্যাডিস (Buddy Daddies)
• সেরা ক্যারেক্টার ডিজাইন: জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা ডিরেক্টর: শোটা গসোজোনো – জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা সিনেমাটোগ্রাফি: জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা আর্ট ডিরেকশন: ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়ায়বা (সিজন ৩)
• সেরা অ্যাকশন অ্যানিমে: জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা ফ্যান্টাসি অ্যানিমে: ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়ায়বা (সিজন ৩)
• সেরা ড্রামা অ্যানিমে: অ্যটাক অন টাইটান ফাইনাল সিজন দ্য ফাইনাল চ্যাপ্টারস স্পেশাল ১
• সেরা মেইন অ্যানিমে ক্যারেক্টার: মাংকি ডি. লুফি – ওয়ান পিস
• সেরা সাপোর্টিং অ্যানিমে ক্যারেক্টার: সাতোরু গোজো – জুজুৎসু কাইসেন (সিজন ২)
• “মাস্ট প্রটেক্ট অ্যাট অল কস্ট” অ্যানিমে ক্যারেক্টার: আনিয়া ফোর্জার – স্পাই × ফ্যামিলি (সিজন ১)
• সেরা অ্যানিমে ওপেরিং সিক্যুয়েন্স: Where Our Blue Is –– Tatsuya Kitani – জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা অ্যানিমে এন্ডিং সিক্যুয়েন্স: Akari – Soshi Sakiyama – জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা অ্যানিমে ভয়েস আর্টস্ট পারফর্মেন্স – জাপানিজ: ইউইচি নাকামুরা (সাতোরু গোজো) – জুজুৎসু কাইসেন (সিজন ২)
• সেরা অ্যানিমে ভয়েস আর্টস্ট পারফর্মেন্স – ইংরেজি: রায়ান কোল্ট লেভি (ডেঞ্জি) – চেইনসো ম্যান
২০২৪ এর অ্যানিমে অ্যাওয়ার্ডস জুড়ে ছিলো জুজুৎসু কাইসেন এবং ডেমন স্লেয়ারের আধিপত্য। অনেকগুলো ক্যাটাগরিতে Crunchyroll অ্যাওয়ার্ড নিজেদের দখলে নিয়ে নেয় জনপ্রিয় দুই সিরিজ। এছাড়াও লং-রানিং সিরিজ “ওয়ান পিস” জিতে নেয় বেস্ট মেইন ক্যারেকটারের অ্যাওয়ার্ড। গতবছর রিলিজ হয় অসাধারণ অনেক অ্যানিমে এবং অ্যানিমে অ্যাওয়ার্ডস এর নমিনেশন হিসেবে থাকা প্রত্যেক অ্যানিমেই বিভিন্ন দিক থেকে ছিলো অসাধারণ। ২০২৪ এর Crunchyroll অ্যানিমে অ্যাওয়ার্ডস এর সমাপ্তি হলো বিগত বছরের ফ্যান-ফেভারিট অ্যানিমেগুলোকে পুরষ্কৃত করে এক অসাধারণ আয়োজনের মাধ্যমে।
তথ্যসুত্র:
- The Anime Awards – Crunchyroll
- Crunchyroll Anime Awards 2024 Live From Tokyo!
- [LIVE] Anime Awards 2024 Winners: Anime of the Year & Full List – Crunchyroll News
- Anime of the Year goes to JUJUTSU KAISEN Season 2! #AnimeAwards