ড্রাগন বল সুপার-এর সমাপ্তির পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ড্রাগন বল সিরিজ আসছে আগামী বছর।
২০২৪ এ রিলিজ হতে যাচ্ছে ড্রাগন বল সিরিজের নতুন অ্যানিমে “ড্রাগন বল: দাইমা”। ড্রাগন বলের ফ্যান ফেরারিট চরিত্রগুলো ফিরছে অপেক্ষাকৃত কম বয়সে নতুন সিরিজটিতে। এবছরের নিউইউর্ক কমিক-কনে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে নতুন সিরিজটি, টোয়েই অ্যানিমেশন স্টুডিও সিরিজটির একটি ট্রেইলার রিলিজ করেছে, যা একইসাথে ২০২৪ সালে ড্রাগন বলের চল্লিশবছরপূর্তী উপলক্ষ্যে ড্রাগন বলের নতুন প্রজেক্ট।
– আজহার মাহমুদ, ওটাকু বাংলা