কিংবদন্তী নির্মাতা হায়াও মিয়াজাকি-র বহুল আকাঙ্খিত নতুন জিবলি অ্যানিমে ফিল্ম “দ্য বয় অ্যান্ড দ্য হেরন” এর একটি নতুন দুইটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। নতুন এই ফিল্মটির রিলিজের পর ক্যারিয়ারের ইতি টানতে পারেন কিংবদন্তী এই নির্মাতা।
অ্যানিমে ফিল্মটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে চলতি বছরের ৮ ডিসেম্বর।