জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ড. স্টোন: নিউ ওয়ার্ল্ড (পার্ট ২) এর প্রচার শুরু হবে ১২ অক্টোবর থেকে। অফিসিয়াল টুইটারে দ্বিতীয় পার্টের পোস্টার প্রকাশ করা হয় গত ২৪ সেপ্টেম্বর। পোস্টারটি সেঙ্কুর পরবর্তী বড় লড়াইয়ের দৃশ্য তুলে ধরে। সিরিজটির অ্যানিমেশনের কাজ করবে বরাবরের মতোই টিএমএস এন্টারটেইনমেন্ট স্টুডিও।