জনপ্রিয় ইসেকাই-কমেডি সিরিজ “কোনোসুবা: গড’স ব্লেসিং অন দিস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড!” এর সিজন ৩ প্রচারিত হতে যাচ্ছে আগামি বছর অর্থাৎ ২০২৪ সালে যা বছরটির সবচেয়ে আকাঙ্খিত অ্যানিমেগুলির মধ্যে একটি। গত ২৪ সেপ্টেম্বর ৩য় সিজনের ট্রেইলার রিলিজ করে সিরিজটির অফিশিয়াল লাইসেন্সর “কাদোকাওয়া অ্যানিমে”। ঠিক কত তারিখে প্রকাশ পেতে যাচ্ছে অ্যানিমেটি তা এখনও ষোষণা করা হয়নি তবে শ্রীঘ্রই আসছে ঘোষণা।